ভিপি আলমগীর’র পিতা ইয়াদ আলী মাষ্টার আর নেই

ভিপি আলমগীর’র পিতা ইয়াদ আলী মাষ্টার আর নেই

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেনের পিতা ও বক্তাবলীর প্রবীন সমাজকর্মী, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইয়াদ আলী মাষ্টার আর নেই। ইন্নালিল্লাহি ……………. রাজিউন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩:৩০ মিনিটে রাজধানীর মিটফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে রাত ৯টায় রাজাপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাস্ট, এবি ফ্রেন্ডস এস্যোসিয়েশন, ধলেশ্বরীর তীরে, আলোকিত বক্তাবলী সহ এলাকার বিভিন্ন সমাজকর্মী ও সর্বস্তরের লোক শোক জানিয়েছেন।

 

প্রেসবাংলা পরিবার তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রেসবাংলা সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান বলেন, বক্তাবলীবাসী একজন আদর্শবান, সৎ নিষ্ঠাবান সমাজকর্মীকে হারিয়েছে যা কখনো পুরন হবার নয়। তিনি ছিলেন বক্তাবলীর মানুষের অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমরা তার মৃত্যুতে গভীর শোক জানচ্ছি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com