সিদ্ধিরগঞ্জে মোবাইল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে মোবাইল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা৪.কম:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই মোবাইল চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় বিপুল পরিমান চোরাই মোবাইল, মোবাইল সামগ্রী ও বিদেশী টর্চ লাইট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকাস্থ পুরান পট্টিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, জামাল শেখ (৪৫), সজীব (২৬), শামীম (২২), আনোয়ার হোসেন (২৮), ও পিপলু (২৬)।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ফারুক উপস্থিত গনমাধ্যম কর্মীদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ফারুক জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে, হিরাঝিল পুরান পট্টিতে চোরাই মোবাইল চক্রের সদস্যরা বিপুল পরিমান চোরাই মোবাইল কেনা-বেচা করছে। সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মোবাইল, ব্যাটারী ও টর্চ লাইট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com