খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬মাস বাড়ছে

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬মাস বাড়ছে

 

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। তবে তিনি এই সময়ে বিদেশে যেতে পারবেন না।

আইনমন্ত্রী আনিসুল হক আজ এই তথ্য জানিয়ে বলেন, খালেদা জিয়া এই সময়ে বিদেশে যেতে পারবেন না। দেশে থেকে বাসায় চিকিৎসা নেবেন। এই শর্তে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আরও ছয় মাসের জন্য এই মুক্তির মেয়াদ কার্যকর হবে।

এর আগে সরকারের নির্বাহী আদেশে গত ২৫ মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। যার মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হবে। তার আগে খালেদা জিয়ার পরিবারের পক্ষে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। তার পরিপ্রেক্ষিতেই সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানি না। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানার পর এ বিষয়ে বলতে পারব।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com