না’গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫০০০ টাকা জরিমানা
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সর্দার পাড়ার চিটাগং বেকারী, রুমা বেকারী ও খানপুরের গ্রামের বাড়ী রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৩১ আগস্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দেবনাথ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে প্রতিষ্ঠানগুলোকে অস্বাস্থ্যকর পরিবেশে ও উপায়ে খাদ্য উৎপাদন, মেয়াদহীন পণ্য জনগণের কাছে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০০০ টাকা করে মোট ১৫০০০ টাকা জরিমানা করা হয়।