১৪দিনের ব্যবধানে সুগন্ধাকে আবারও জরিমানা

১৪ দিনের ব্যবধানে সুগন্ধাকে আবারও জরিমানা

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারও সুগন্ধা বেকারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে চাষাড়াস্থ সুগন্ধা বেকারীর দুটি আউটলেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময়ে ১লাখ টাকা জরিমানা ও ২ হাজার ৭৪ প্যাকেট সেমাই ধ্বংসের আদেশ দেওয়া হয়। এর আগে গত ১৪ জুলাই মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং মেয়াদ উত্তীর্ণ পণ্যে মোড়কজাতকরণ, ক্ষতিকারক ক্যামিকেল মিশ্রণ সহ খাদ্যে ভেজাল করায় ৪ লক্ষ টাকা জরিমানা করেছিলো ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এ সময়ে প্রায় ১৫ কেজি সেমাই জব্দ করে ধ্বংস করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক জানান, সুগন্ধার বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ পণ্য, উৎপাদনের তারিখ টেম্পারিং করে পণ্য রাখা এবং বিক্রি করার অভিযোগে প্রতিষ্ঠানের ২টি আউটলেটকে ১লাখ টাকা জরিমানা করা হয়। এসাথে জব্দকৃত ২ হাজার ৭৪ প্যাকেট সেমাই ধ্বংস করার আদেশ প্রদান করা হয়।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, এন এস আই এবং পুলিশ সহযোগীতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com