সোনারগাঁয়ের ৩১ জন কারুশিল্পীকে আর্থিক সহায়তা সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনা প্রাদুর্ভাবের কারণে সংকটে থাকা ৩১ জন কারুশিল্পীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন হাউজ অফ ভলেন্টারি ফাউন্ডেশন বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার ঐতিহাসিক পানাম নগরীতে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সহায়তায় স্থানীয় ১৭ জ

সোনারগাঁয়ের ৩১ জন কারুশিল্পীকে আর্থিক সহায়তা

 

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনা প্রাদুর্ভাবের কারণে সংকটে থাকা ৩১ জন কারুশিল্পীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন হাউজ অফ ভলেন্টারি ফাউন্ডেশন বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

 

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার ঐতিহাসিক পানাম নগরীতে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সহায়তায় স্থানীয় ১৭ জনসহ দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৩১জন কারুশিল্পীকে ৬২হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের নির্বাহী সদস্য কারুশিল্পী রফিকুল ইসলাম অন্যান্য কারুশিল্পীদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।

 

সহায়তা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের নির্বাহী সদস্য কারুশিল্পী রফিকুল ইসলাম বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের ঐতিহ্য রক্ষাকারী কারুশিল্পীরা আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের পেশা টিকিয়ে রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িছে। সরকারী বেসরকারী সহায়তা, পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ঋন প্রদানের ব্যবস্থা না করলে জীবন বাঁচাতে কারুশিল্পীদেরকে করোনা পরিস্থিতিতে ঐতিহ্যবাহী এ পেশা ছেড়ে দিতে হবে। করোনা সংকটকালে কারুশিল্পীদের পাশে দাঁড়ানোতে হাউজ অফ ভলেন্টারি ফাউন্ডেশন বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com