না’গঞ্জবাসীকে ছাত্রলীগ নেতা সেলিম হাসান দিনারের ঈদের শুভেচ্ছা

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: পবিত্র ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার।
শুভেচ্ছা বার্তায় সেলিম হাসান দিনার বলেন, ‘ঈদ সাম্যের, ঈদ সম্প্রীতির, ঈদ সকলের’। পবিত্র ঈদুল আযহায় সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি। ধনী গরীব ভেদাভেদ ভুলে সকলে এককাতারে শরীক হোক। ত্যাগের শিক্ষা থেকে সবাই শিক্ষাগ্রহণ করে মানবতার কাজে অগ্রগামী হই।
আরো বলেন,পবিত্র ঈদুল আযহার উসিলায় সৃষ্টিকর্তা দেশ থেকে এ বৈশ্বিক মহামারী দূর করে দিন। আমীন!
নিরাপদ দূরত্ব বজায় রাখুন,ঘরে থাকুন, সুস্থ থাকুন।