বন্দরে কাউন্সিলর দুলাল প্রধানের গুড়া দুধ বিতরণ

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের নিজ অর্থায়নে ৩হাজার পেকেট গুড়া দুধ উপহারের ধারাবাহিকতায় ২৩নং ওয়ার্ডে কাউন্সিলর দুলাল প্রধানের উদ্যোগে ১৫০ পেকেট দুধ অহহায়দের মাঝে বিতরণ করা হয়।
শনিবার সন্ধ্যায় ২৩নং ওয়ার্ডে কাউন্সিলের কার্যালয়ে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
দুধ বিতরণ কালে কাউন্সিলর দুলাল প্রধান বলেন,আমি একজন জনপ্রতিনিধি। মানুষের দূর্দিনে পাশে দাড়ানোই আমার প্রধান কাজ। সাংসদ সেলিম ওসমানের নিজস্ব অর্থায়নে আজ আমার ওয়ার্ডে ১৫০ গুড়া দুধ অসহায়দের মাঝে বিতরণ করলাম।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি তানবির আহমেদ সোহেল, সমাজ সেবক জাকির প্রধান, ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু প্রমূখ।