সিদ্ধিরগঞ্জে করোনায় মৃত ব্যক্তির দাফনে খোরশেদ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নম্বর ওয়ার্ডে আমির হোসেন (৪৫) নামে এক ব্যাক্তি করোনা পজিটিভ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
বুধবার (১৫জুলাই) ফজরের নামাজের পর হঠাৎ একটি ফোন আসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবালের মুঠো ফোন থেকে মাকসুদুল আলম খন্দকার খোরশেদের মোবাইলে। ফোন রিসিভ করার পর অপরপ্রান্ত থেকে জানানো হয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা মৃতদেহকে গোসল ও দাফন কাফনের কোন লোক পাওয়া যাচ্ছে না। তাই লাশ দাফনে (টিম খোরশেদ ১৩) এর সহযোগীতা চায় মৃত ব্যাক্তির পরিবার।
করোনায় আক্রান্ত মৃত ( আমির হোসেন) ব্যক্তি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়ার ভাতিজা।
পরিবারের আহবানে সারা দিয়ে আলোচিত এই কাউন্সিলর বলেন, আলহামদুলিল্লাহ আজ ১৫ জুলাই বুধবার মৃত ব্যক্তির পরিবারের আহবানে টিম খোরশেদ বাদ ফজর মরহুমের গোসল, কাফন, জানাযা শেষে বাতানপাড়া কবরাস্তানে দাফন করি।
দাফন কাফন টিমে সহযোগিতায় ছিলেন, হাফেজ শিব্বির আহমেদ, খন্দকার নাইমুল আলম, আনোয়ার হোসেন, রিয়াদ, লিটন, সেলিম ও নাইম ।