বক্তাবলীতে বিট পুলিশিং ফতুল্লা মডেল থানার উঠান বৈঠক

বক্তাবলীতে বিট পুলিশিং ফতুল্লা মডেল থানার উঠান বৈঠক

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  ফতুল্লার বক্তাবলীর কানাইনগর বেকারির মোড়ে ফতুল্লা মডেল থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এলাকার স্থানীয় জনগণকে নিয়ে  মাদকের বিস্তার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫জুলাই) বিকাল ৫টায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা মডেল থানার তদন্ত অফিসার্স  ইনচার্জ (ওসি তদন্ত) শাহাদাত হোসেন।

ওসি তদন্ত বলেন, মাননীয় আইজি স্যার গ্রাম পর্যায়ে সব জায়গায় বিট পুলিশিং ছড়িয়ে  দিয়েছেন। এভাবে তিনি গ্রাম পর্যায়ে বিট পুলিশিং চালু করার নির্দেশনা দিয়েছেন। আসলেই এটা জনগণের জন্য ভালো । যখন আপনি কাছাকাছি পুলিশ পাবেন তখন সমস্যার জন্য কিন্তু আপনাকে নদী পার হয়ে ফতুল্লা যেতে হবে না। এখানেই আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর এটাই হচ্ছে বিট পুলিশিং।

তিনি আরো বলেন, আমাদের বিট পুলিশিং এর একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যেমন এই বছরটা সরকার মুজিববর্ষ ঘোষণা করেছে। এই মুজিববর্ষে আমরা একটি অঙ্গিকার নিয়ে এসেছি । আমরা জনতার পুলিশ হতে চাই।

মাদক বিরোধী ও মতবিনিময় সভায় আরোও বক্তব্য দেন পুলিশের উপপরিদর্শক মিজান।

৬নং ওয়ার্ড  মেম্বার রাসেল চৌধুরীর সঞ্চলানায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আব্দুল মোতালেব, খোরশেদ মাষ্টার, মাশফিকুর রহমান শিশির, রফিকুল ইসলাম সহ সর্বস্তরের স্থানীয় জনগণ ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com