না’গঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ২ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৫ হাজার ৩৪৩ জন। মৃত্যু হয়েছে ১১৭ জনের।

না’গঞ্জে নতুন আক্রান্ত ৪১ মোট ৪৪৬৭

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ৪১ জনের শরীরে নতুন করে এ ভাইরাস শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৪হাজার ৭৬৭।

 

২৪ জুন (বুধবার) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।

 

২৩ জুন (মঙ্গলবার) সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪৭২৬। মোট সুস্থ ২৪৭১জন। মোট মৃত্যু ১০৭।

 

মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় (২৩ জুন সকাল ৮টা হতে ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত)- এ জেলায় ২৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট নমুনা সংগ্রহ হলো ২২৯২২জনের। নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ৪১জন, মোট আক্রান্ত ৪৭৬৭ জন। নতুন আরও কোন সুস্থ নেই, মোট সুস্থ ২৪৭১ জন। নতুন করে মৃত্যু ১ জনের, মোট মৃত্যুর সংখ্যাটা ১০৮।

 

নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৪৬০, বন্দর উপজেলায় ১৬২, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ১৬১৭, রূপগঞ্জ উপজেলায় ৯৬৭, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১৩৩ ও সোনারগাঁও উপজেলায় ৪২৮ জন। পুরো জেলায় ৪৭৬৭ জন।

 

এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৩১৫, বন্দর উপজেলায় ৬৬, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৯৬৫, রূপগঞ্জ উপজেলায় ১৯২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪৫৯ ও সোনারগাঁও উপজেলায় ১৭৪ জন। পুরো জেলায় ২৪৭১ জন।

 

এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে – আড়াইহাজার উপজেলায় ৩, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৫৯, রূপগঞ্জ উপজেলায় ৮, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২২, সোনারগাঁও উপজেলায় ১৩ জন। পুরো জেলায় ১০৮ জন।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com