না’গঞ্জের ১৯টি রেডজোনের বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সদর, বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জের ১৯টি এলাকা রেড জোন চিহিৃত করে পাঠানো প্রস্তাবনার প্রেক্ষিতে লকডাউন অথবা কঠোর ব্যবস্থা নেয়া হতে পারে। নানা কারণে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত ওইসব এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্বাস্থ্য বিভাগের প্রস্তাবনার বিষয়ে যে কোন সময় সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১,২, ৮, ১২, ১৩, ১৮ ও ২৪নং ওয়ার্ড, সদর উপজেলার গোগনগের ৩নং ওয়ার্ড, এনায়েতনগর ৩নং ওয়ার্ড, বন্দরের কলাগাছিয়ার ৩নং ওয়ার্ড, আড়াইহাজারের ৩নং ওয়ার্ড, হাইজাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড, ব্রাক্ষ্মণদির ৩নং ওয়ার্ড, রূপগঞ্জের ২ ও ৩নং ওয়ার্ড, কাঞ্চন ইউনিয়নের ২নং ওয়ার্ড, ভুলতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডকে রেডজোন চিহিৃত করে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, জেলার কিছু এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে তা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। লকডাউন ও অন্যান্য পদক্ষেপের জন্য স্থানীয় প্রশাসনকে জানানো হবে।