না’গঞ্জে কীট সঙ্কটের সমাধান, শুরু হলো নমুনা পরীক্ষা

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: অবশেষে ৭ দিন পর কীট সঙ্কটের সমাধান হয়ে শুরু হলো নারায়ণগঞ্জ ৩০০শয্যা হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ।
মঙ্গলবার (২৩জুন) হাসপাতালটির তত্বাবধায়ক ডা.গৌতম রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ডা.গৌতম রায় বলেন, খানপুর হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য মঙ্গলবার ১৯২০ কীট এসে পৌঁছেছে। আজ থেকেই পরীক্ষা করা শুরু হবে।
উল্ল্যেখ্য গত ৮ মার্চ নারায়ণগঞ্জেই প্রথম করোনা রোগী সনাক্ত হয়। এ পর্যন্ত এ জেলায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ হাজার। মৃতের সংখ্যাও একশ’ কাছাকাছি। শুরু থেকেই এ জেলাটি নানা কারণে করোনাকালে অবেহলার শিকার হয়েছে। ৪ মাসেও এই জেলায় আইসিইউ ব্যবস্থা হয়নি।
হাসপাতালের ওই সূত্র জানায়, গত কয়েকদিন ধরেই হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদফতরে ধরনা দিয়েও কিট আনতে পারেননি। পাশাপাশি গত ৪ দিন আগে অধিদফতর থেকে সরবরাহ কিট এই হাসপাতালের ল্যাবে পরীক্ষণের অনুপযুক্ত। ফলে আপাতত করোনার নমুনা পরীক্ষার জন্য কোনো সিরিয়াল নেয়া হচ্ছে না এ হাসপাতালে। একই অবস্থা জেলার অন্য করোনা টেস্ট বুথগুলোতেও।
কিট সংকটের কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় বলেন, গত বুধবার থেকে আমাদের পরীক্ষা বন্ধ রয়েছে। আমাদের লোক স্বাস্থ্য অধিদফতরের সাথে সার্বক্ষণিক কথা বলছি, অনুরোধ করছি কিটের জন্য। কিন্তু সোমবার রাত অবধি কিট মেলেনি।