ঝিনাইদহ

ঝিনাইদহে ঔষধি উদ্ভিদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ঝিনাইদহে আয়ুর্বেদিক ঔষধ তৈরীতে ঔষধি উদ্ভিদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩জুন)  দিনব্যাপী শহরের মডার্ন মোড়ে বাণিজ্য মন্ত্রনালয়ের মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল এর সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিশেন।

সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাহী সদস্য এ বি এম জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রনালয়ের বিপিসি ও যুগ্মসচিব কো-অর্ডিনেটর এ এইচ এম সফিকুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন বামা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিভাগীয় প্রধান  আকরাম হোসেন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন মডার্ন ড্রাগ ল্যাবরেটরীজ এর মাননিয়ন্ত্রন কর্মকর্তা গোলাম হায়দার।

প্রশিক্ষণ কর্মশালায় ঝিনাইদহের ৬ উপজেলার অর্ধশতাধিক আয়ুর্বেদিক চিকিৎসক, হাবস সরবরাহকারী, কোম্পানী প্রতিনিধি, কারখানা প্রতিনিধি অংশ নেয়। এসময় বক্তারা, আয়ুর্বেদিক ঔষধ তৈরীতে ঔষধি উদ্ভিদের ভূমিকা, করনীয়সহ নানা বিষয়ে আলোচনা করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com