যুবলীগ নেতা খান মাসুদ ১হাজার পরিবারকে রান্না করা খাবার তুলে দেন

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে ১হাজার অসহায় পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে রোববার (১৪জুন) নাসিক ২২নং ওয়ার্ড খানবাড়ি মোড়স্থ ও লেজারার্স আবাসিক এলাকায় এ খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, ডালিম হাসান, মোঃ হোসেন, সানি খান,হীরা,মিলন আহমেদ, মোঃ কামাল, মোঃ হেলাল, ছাত্রলীগ নেতা আকিব হাসান রাজু, টিটু আলিম, মোঃ শাওন, সায়মন খান, মোঃ আসিফ, জীবন,লিখন প্রমুখ।