আড়াইহাজারে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

 

 

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে অজ্ঞাত পরিচয় (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলী এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ দিকে সরকারী একটি ঝোঁপে অজ্ঞাত মহিলার লাশটি পড়ে ছিল। তার গলায় কালো দাগ ও ডান চোখের পাশে লাল আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্যালোয়ার কামিজ ও বোরকা পরিহিত ছিল এবং তার ওড়নাটি পাশেই পড়ে ছিল।

 

পুলিশের ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত চলছে, অচিরেই হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com