সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে ৩ জনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে ৩জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (২৭ মে) সকালে নাসিক ৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকার জাহাঙ্গীরের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
এছাড়াও এ ঘটনায় আরো ৫জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধিন আছে। পুলিশ নিহতদের মধ্যে ২জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ১৩ বছরের এক শিশু আহত হলে তাকে ঢাকা মেডিকেল নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা যায়। নিহতরা হলো মোসা: রুবিনা (২৫), মো: হাসান শেখ (৩), সুমাইয়া (১৩)।  বৈদ্যুতিক আহতদের মধ্যে দুই জনের নাম পাওয়া গেছে। তারা হলো নিহত হাসান শেখের বাবা রবিউল (২৭) ও মা শাবানা (২৫)।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, বুধবার সকালে ঝড়ের সময় বিকট শব্দ হয়ে ১১ হাজার ভোল্টের একটি বিদ্যুতের তার ছিড়ে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার জাহাঙ্গীরের বাড়ির দ্বিতীয় তলার টিনশেড় ঘরের চালের ওপর পড়ে। এসময় ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। অপরদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় সুমাইয়া (১৩)। সুমাইয়ার দুলাভাই জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। সুমাইয়া ঈদের দিন বোনের বাড়িতে বেড়াতে এসেছিলো। কিন্তু ফিরে গেলো লাশ হয়ে। নিহত সুমাইয়াকে তার গ্রামের বাড়ি ভোলায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান জাকির। এবং কমপক্ষে ৬জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিকেল নিয়ে যায়।  । এদিকে এলাকাবাসি বুধবারের এ ঘটনায় ৩জনের মৃত্যুর জন্য ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ কার্যালয়ের কর্মকর্তাদের দায়ী করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসি জানায় ১১ হাজার ভোল্টের এই তারটি দীর্ঘদিন ঝুলন্ত অবস্থায় ছিলো। বিষয়টি বারবার সিদ্ধিরগঞ্জের ডিপিডিসি কার্যালয়ের কর্মকর্তাদের অবহিত করা হলেও তারা এ ব্যাপারে কোন পদক্ষেপই নেয় নাই। এক পর্যায়ে লিখিত আকারেও কমপ্লিন করা হয়। তারপরেও কোন পদক্ষেপ নেয়নি ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা। যার কারনেই আজকের এই মর্মান্তি ঘটনায় ৩জনের প্রাণ হারাতে হলো। বিদ্যুৎতায়িত হয়ে ৩ জনের মৃত্যুতে নাসিক রসুলবাগ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অবহেলার এ বিষয়ে জানতে ডিপিডিসি সিদ্ধিরগঞ্জের নির্বাহী প্রকৌশলি মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি। তাই তার পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু হানিফ বলেন, বাতাসে ঐবাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের একটি ঝুলন্ত তার টিনের চালে পড়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ২জন মারা যায়। তিন জনের মৃত্যুর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানায় আমি ২জনের লাশ পেয়েছি। আরেজনের নাম ও লাশ আমি পাইনি। নিহতদের পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com