নড়াইলে শাফিউর হত্যা মামলায় ২১ জন কে গ্রেফতার

নড়াইল প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে কৃষক শাফিউর রহমান শাফি মোল্লা (৩৫) হত্যা মামলার ২১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ উপলক্ষ্যে শনিবার (১৬ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) সাংবাদিকদের জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৩ মার্চ সন্ধ্যা ৭টার দিকে কামালপ্রতাপ বাজারে চায়ের দোকানের সামনে শাফিউর রহমান শাফিকে কুপিয়ে এবং মারপিট করে হত্যা করা হয়।

এ ঘটনায় শাফিউরের ভাই সোহাগ বাদি হয়ে এজাহারনামীয় ২৯ এবং অজ্ঞাতনামা  ৭-৮জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এরপর পুলিশী অভিযান ও তৎপরতার কারণে আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। এ পরিস্থিতিতে আসামিরা পালিয়ে না থেকে শনিবার বেলা ১১টার দিকে এসপি অফিস এলাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের হেফাজতে আসেন। পরে তাদের গ্রেফতার করা হয়।

এ মামলার প্রধান আসামি মল্লিক সাইফুজ্জামানসহ (৫৮) ২১জনকে আদালতে প্রেরণ করা হয়।

সদর থানার ওসি ইলিয়াস হোসেন (পিপিএম) জানান, এজাহারনামীয় ২৯ আসামির মধ্যে ২১ জনকে গ্রেফতার করা হলেও বাকি আটজন পলাতক রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com