ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত দুই লাশ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১২টায় লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায় সিদ্ধিরগঞ্জ থানা পুুলিশ। মহসড়কের শিমরাইল মোড় পুলিশ বক্সের পেছনে একটি গাড়ি কাউন্টারের পাশে অজ্ঞাত (৬০) এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পথচারিরা।
অপরদিকে মহাসড়কের সানাড়পাড় পিডিকে পাম্পের কাছে আরেকটি অজ্ঞাত (৫৫) লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে বেলা ১২টায় পুলিশ এসে দুটি লাশই থানায় নিয়ে যায়। লাশ দুটিকে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানায়, অজ্ঞাত দুটি লাশের খবর পেয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে। লাশ দুটির ময়নাতদন্তেরর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। তবে দুজন ব্যক্তিই ভবঘুরে ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে।