রূপগঞ্জে টেস্ট ল্যাব স্থাপনের জন্য অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

 

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় করোনাভাইরাস পরীক্ষার জন্য ল্যাব স্থাপনের জন্য অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে করোনা টেস্টের মেশিনসহ যাবতীয় সরঞ্জামও আনা হয়েছে। ইউএস বাংলা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় রূপগঞ্জের কাঞ্চন সেতু সংলগ্ন বেস্টওয়ে আবাসন প্রকল্পের নির্জন স্থানে এই ল্যাব স্থাপনের কাজ চলছে এবং আগামী চার পাঁচ দিনের মধ্যেই যাবতীয় কাজ সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ও পরীক্ষা অনুমতি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপরোক্ত বিষয় ও সূত্রের আলোকে এবং পরিচালক, ইউ-এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এর আবেদনের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসের নুমনা সংগ্রহ ও পরীক্ষা করার অনুমতি প্রদান করা হলো।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার ব্যক্তি অর্থায়নে ইতোমধ্যেই করোনা পরীক্ষার মেশিন পিসিআর ক্রয় করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রনালয়ের মহাপরিচালকও অবগত আছেন এবং এ ব্যাপারে উৎসাহিত করেছেন। ইউএস বাংলা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় রূপগঞ্জের কাঞ্চন সেতু সংলগ্ন বেস্টওয়ে আবাসন প্রকল্পের নির্জন স্থানে এই ল্যাব স্থাপনের কাজ চলছে এবং আগামী চার পাঁচ দিনের মধ্যেই যাবতীয় কাজ সম্পন্ন হবে।

মন্ত্রী বলেন, করোনা পরীক্ষার জন্য এটি অত্যন্ত উপযুক্ত জায়গা। নারায়ণগঞ্জ জেলাসহ আশপাশের জেলার মানুষও সহজে এসে এই ল্যাবে করোনা পরীক্ষা করাতে পারবেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঞ্চন এলাকার বেষ্টওয়ে সিটিতে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ ল্যাবরেটরী ও আইসোলেশন সেন্টার নির্মানের সিদ্ধান্ত নেয়া হয়।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন জানান, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইসিডিআরএ এর অনুমতি সাপেক্ষে মন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ, ল্যাবরেটরী ও আইসোলেশন সেন্টার নির্মানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি বাস্তবায়ন করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সার্বিক সহায়তা করছে। ইতিমধ্যে ল্যাব প্রতিষ্ঠায় পিসিআর মেশিন, ভেন্টিলেটারসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনা হয়ে গেছে বলে জানান তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com