রাজশাহীতে ইবি শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

নাছির উদ্দিন আবির (ইবি প্রতিনিধি), প্রেসবাংলা২৪ডটকম: রাজশাহীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু নিয়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে ।
শুক্রবার দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় সেলিম হোসেন নামে এক শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ।
এদিকে সেলিমের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ এবং বিশ্ববিদ্যালয় পরিবার। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, সেলিম রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামের  লুৎফর রহমানের ছোট ছেলে। পূর্ব অসুস্থতা Neuromalitis Optica (NMO)-এর কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই তিনি এ রোগে ভুগছিলেন।
এর আগে সেলিমের দেহের বাম অংশ প্যারালাইজড হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানকার চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠান। সেলিমের পরিবার তার চিকিৎসার ব্যয়ভার বহনে ব্যর্থ হলে তার বন্ধুরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা নেওয়ার পর প্রায় সুস্থও হয়ে ওঠেন তিনি।
গতকাল বিকেলে সেলিমের শারিরীক অবস্থার অবনতি হওয়াতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই মারা যান। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবায়ও অবহেলা ছিল বলে অভিযোগ করছেন সেলিমের পরিবার।
উল্লেখ্য, এর আগে অল্প কিছুদিনের ব্যবধানে প্রাণ হারায় একই ক্যাম্পাসের ৩য় বর্ষের আরও দুই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের এসব মেধাবী শিক্ষার্থীদের অকালমৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com