বন্দর থানা সিএনজি মালিক-শ্রমিক সমিতির ত্রান সামগ্রী বিতরণ

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  বন্দর থানা বেবী-সিএনজি মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা তথা বেবী-সিএনজি শ্রমিক সমিতির সভাপতি খান মাসুদের সার্বিক তত্বাবধানে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের নির্দেশনায় স্বাস্থ্যবিধি আইন মেনে ঘরে অবস্থানরত প্রায় সাড়ে ৪’শ অসহায় সিএনজি চালক শ্রমিকের বাড়িতে বাড়িতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম, শেখ মমিন,বন্দর থানা বেবী-সিএনজি শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম, যুগ্ম সম্পাদক রুমান, আসাদ, দ্বীন ইসলাম, নজির হোসেন, সুজন, প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com