না’গঞ্জের মিশনপাড়ায় করোনায় ১জনের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মৃণাল ধর (৬২) নামে আরো একজনের মৃত্যু হয়েছে ৷
শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১ টায় দিকে করোনা আক্রান্ত হয়ে মারা যান মৃণাল ধর। সে শহরের মিশনপাড়া এলাকায় বাসিন্দা। নিহত ও তার স্ত্রী উভয়ই করোনা পজেটিভ ছিলেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু জানান, মৃণাল ধর ও তার স্ত্রী দুজনই করোনা পজেটিভ ছিলেন। এর মধ্যে বৃদ্ধ মারা যাবার পর তার মরদেহ সৎকারের পূর্বে স্ত্রী শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে মৃণাল ধরের মরদেহ সৎকার শেষে তার স্ত্রীকে কাঁচপুরের সাজেদা হসপিটালে নিয়ে যান তাদের ছেলে।
কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, সিটি করপোরেশনের সহযোগিতা চেয়ে ওই মৃতের ছেলে গাড়ি চাইলে আমরা গাড়ির ব্যবস্থা করে দেই। তাদেরকে সাজেদা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।