দেশে আক্রান্ত ২০ভাগই না’গঞ্জের : আইইডিসিআর
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনা পরিস্থিতিতে দেশে বর্তমানে মোট আক্রান্তের ৪৬ভাগ রাজধানীর ঢাকায় এবং পরবর্তী অবস্থানেই আছে নারায়ণগঞ্জ। মোট আক্রান্তের ২০ভাগই নারায়ণগঞ্জের বলে জনিয়েছেন আইআডিসিআর।
১৭এপ্রিল (শুক্রবার) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে আইইডিসিআরের মহাপরিচালক অধ্যাপক ডা.সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি জানান, দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৫জনের মৃত্যু হয়েছে। দেশে মোট করোনায় ৭৫জন মৃত্যুবরণ করেছেন। ২৪ঘন্টায় দেশে করোনায় ২৬৬জন শনাক্ত হয়েছেন। দেশে সর্বমোট আক্রান্ত রয়েছেন ১হাজার ৮৩৮জন। গত ২৪ঘন্টায় ২হাজার এক’শ ৯০জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে, সকালে নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগের তথ্য সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্ত সংখ্যা দাড়িয়েছে ২৬১। আর মৃত সংখ্যা ১৯ এবং সুস্থ্য় হয়ে উঠেছে মাত্র ৬ জন।