ত্রাণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: খাদ্য সহায়তা না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাসিক ২৭নং ওয়ার্ডের শত শত কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের সদস্যরা।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক পৌনে ১১টায় দেওয়ানবাগ এলাকায় বন্দর স্টিল মিলের সামনে এই বিক্ষোভ করে তারা।
এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ প্রান্তের দুই পাশেই কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে বন্দর থানার ধামগড় ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ইসতিয়াক রাসেল ও কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ বিষয়টি উর্দ্ধতন মহলে জানানোর আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় শ্রমিক লীগ নেতা আহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা ইসলাম পলু, মুসলিম, মোস্তফা, হারুন মিয়া, রশিদ, মঞ্জুর সহ কর্মহীন ও অসহায় এলাকাবাসী অংশ নেন।
বিক্ষোভকারীরা জানান, লকডাউন ঘোষণা করায় আমরা নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়েছি। আমরা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাচ্ছিনা। খাদ্যের অভাবে না খেয়ে বসবাস করছি। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছি। দ্রুত অত্র ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে খাদ্য পৌছানোর জন্য সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, এমপি সেলিম ওসমান, এমপি শামীম ওসমান ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি।
এবিষয়ে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল ফোনে জানান, খাদ্য সহায়তা না পেয়ে সড়ক অবরোধের বিষয়ে আমি কিছুই জানিনা। সরকারি ও বেসরকারিভাবে যে পরিমাণ খাদ্যসামগ্রী আমার কাছে এসেছে, তা আমি সকল গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে তালিকা করে অগ্রাধিকারের ভিত্তিতে অসহায় ও কর্মহীনদেরকে পৌছে দিয়েছি। খাদ্য সহায়তা আবার আসলে বিদ্যমান তালিকা অনুযায়ী যারা পায়নি তাদের মধ্যে বিতরণ করা হবে।