বক্তাবলীতে মৎসজীবী দলের ত্রাণ বিতরণ

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. রাসেল প্রধান প্রাণঘাতী নোবেল করোনা-ভাইরাস কোভিড-১৯ এর কারনে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় নিত‍্য প্রয়োজনীয় খাদ‍্য সামগ্রী হতদরিদ্রদের হাতে তুলে দেন।

 

রবিবার (১২ মার্চ) বাদ মাগরিব ‘মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো’ এই স্লোগানকে সামনে রেখে  রাসেল প্রধান বেকার, দিনমজুর, হতদরিদ্র ও অসহায় ১০০ পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন ।

 

রাসেল প্রধান জানান, জাতীয়তাবাদী মৎসজীবি দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদীর অনুপ্রেরণায় এই ত্রাণ বিতরণ করা হয়।   করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে এবং একে অন‍্যের সহযোগিতায় পাশে থাকতে হবে। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখা, ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া, যেখানে সেখানে থু থু বা কফ না ফেলা, হাত দিয়ে নাক- মুখ–চোখ স্পর্শ না করা ও বেশি বেশি পানি পান করার আহ্বান জানান ।

 

তিনি আরো বলেন, আপনি সচেতন হউন, WHO ও সরকারি বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক জীবনযাপনে অভ‍‍্যস্ত হোন। অযথা কেউ বাইরে যাবেন না এবং আশে পাশের সবাইকে সচেতন হতে সহায়তা করুন। আমরা এই দূর্যোগে আপনাদের পাশে রয়েছি।

 

এছাড়াও বিদেশ ফেরত প্রবাসী ও করোনা আক্রান্ত ব‍্যক্তির সংস্পর্শে থাকা ব‍্যাক্তিবর্গকে কোয়ারান্টাইন অথবা নিজ ঘরে আলাদা থাকারও অনুরোধ জানান তিনি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com