নারায়ণগঞ্জে বিএমএ’র সাবেক সভাপতি সহ পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ডা.শাহনেওয়াজ চৌধুরীসহ তার স্ত্রী, কনিষ্ঠ কন্যা ডা.ইসক্লেরা, জামাতা ডা.মুন্না করোনায় আক্রান্ত হয়েছেন।

 

এছাড়া তাঁর ক্লিনিকের (পলি ক্লিনিক) বেশ কয়েকজন নার্স ও এসিস্ট্যান্টেরও করোনা পজেটিভ এসেছে বলে ডা. শাহনেওয়াজ জানিয়েছেন।

 

ডা. শাহনেওয়াজ চৌধুরী বলেন, আমি, আমার মেয়ে, জামাতাসহ আমার ক্লিনিকের বেশ কয়েকজন নার্স ও এসিস্ট্যান্ট করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি।

 

তিনি জানান, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে সকলে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com