আগামীকাল থেকে না‘গঞ্জে নমুনা সংগ্রহ শুরু : শামীম ওসমান
নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: অবশেষে নারায়ণগঞ্জ বাসীর প্রতাশা পুরন করে দুইটি স্থানে করোনা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করবেন বেসরকারী প্রতিষ্ঠান জে কে জি হেল্থ কেয়ার ।
রবিবার (১২ এপ্রিল) এক ভিডিও বার্তায় এই সুসংবাদ দিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি একে এম শামীম ওসমান । নমুনা সংগ্রহের স্থান দু’টি হচ্ছে নারায়ণগঞ্জ হাই স্কুল ও সিদ্ধিরগঞ্জ এম ডাব্লিউ স্কুল এন্ড কলেজ।
শামীম ওসমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে আমরা আবেদন করেছিলাম নারয়ণগঞ্জে ল্যাব টেষ্ট করার জন্য তিনি অনতি বিলম্বে নারায়ণগঞ্জে একটি সুপরিচিত প্রতিষ্ঠান জে কে জি হেল্থ কেয়ারকে এই দায়িত্ব দিয়েছেন। আগামীকাল অর্থাৎ ১৩ এপ্রিল সকাল ১০ থেকে নারায়ণগঞ্জের দুইটি জায়গায় নমুনা সংগ্রহ করবেন। জায়গা দু’টি আমরা ঠিক করে দিয়েছি সেটি হচ্ছে সিদ্ধিরগঞ্জ এম ডাব্লিউ স্কুল এন্ড কলেজ এবং নারায়ণগঞ্জ হাই স্কুল । প্রতিষ্ঠানটির একটাই দাবী যারা অসুস্থ মনে করবেন তারা একা গিয়ে পরিক্ষা করাবেন এবং সামাজিক দুরত্ব বজায় রাখবেন।
তিনি আরোও বলেন, বাংলাদেশে এটাই প্রথম একটি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ থেকে তারা নমুনা সংগ্রহ শুরু করছে। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ বাসীকে ঘরে থাকার আহবান জানান ।