অসহায়দের ত্রাণ নয় উপহার দিলেন ‘ফ্রেন্ডস ক্লাব’

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করুণা ভাইরাসের প্রাদুর্ভাবে পুরো নারায়ণগঞ্জ জেলা যখন লকডাউন। ঠিক এমন পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষ গুলো। যারা অনেকেই দিন কাটাচ্ছে অর্ধাহারে-অনাহারে। এরমধ্যে মধ্যবিত্ত অনেকেই মুখ ফুটে বলতে পারছেনা তার কষ্টের কথা। এমন কিছু পরিবার ও লোকদেরকে খুঁজে খুঁজে বের করে ত্রাণ নয় উপহার দিচ্ছে মিজমিজি দক্ষিন পারা ফ্রেন্ডস ক্লাব সংগঠনের কর্মীরা।
আজ ১২ এপ্রিল রবিবার রাতে মিজমিজি দক্ষিন পারা এলাকায় ১০০ টি অসহায় পরিবারগুলোকে খুঁজে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে উপহার খাদ্য সামগ্রী।
এসব খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল  হক ভূঁইয়া রাজু । উপহার সামগ্রী বিতরণকালে সকলের উদ্দেশ্যে আমিনুল হক  রাজু বলেন, এই মহামারী করোনা ভাইরাসে জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখুন।
উপহার সামগ্রী বিতরণ শেষে সংগঠনটির সদস্যরা জানান, বর্তমানে মহামারী এই করুণা পরিস্থিতিতে আমরা মানুষকে সচেতন করার জন্য জীবাণুনাশক স্প্রে ও ঘরে থাকার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি।  এরই ধারাবাহিকতায় মিজমিজি দক্ষিন পারা ফ্রেন্ডস ক্লাব এর সদস্যরা আজ অসহায় ১০০ টি পরিবারের পাশে দাঁড়িয়েছে। দেশ প্রেমে ব্রতী হয়ে 2010 সাল থেকে অসহায় ও দুস্থদের জন্য কাজ করে যাচ্ছি আমরা। এই সংগঠনটি ২০১০ সাল থেকে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যৎ দাঁড়াবে। তাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করলে সবকিছুই পরিবর্তন আনা সম্ভব এবং সবাইকে সাহায্য করাও সম্ভব।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com