সিদ্ধিরগঞ্জে করোনায় আক্রান্ত একই পরিবারের ৫ জন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তর পাড়া এলাকার চিশতিয়া বেকারী সংলগ্ন একটি পাঁচ তলা ভবনের ২য় তলার ভাড়াটিয়া একই পরিবারের ৫ জনই (পড়ারফ -১৯) করোনায় আক্রান্ত বলে জানা গেছে। তাদের সকলের রক্তের নমুনা পজিটিভ।
জানাগেছে, ওই পাঁচ তলা ভবনের ২য় তলায় জালাল আহম্মেদ (৪১) তার পরিবার নিয়ে বসবাস করতেন। ওই ফ্লাটে গত সোমবার তার ছোট ছেলে সোহানের করোনা শনাক্ত ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা এবং নারায়ণগঞ্জ জেলা করোনা ফোকাল পার্সন জাহিদুল ইসলাম। আক্রান্ত ওই রোগীর বয়স ১০ বছর। একই দিনে ওই পরিবারের বাকী ৪ জনের নমুনা সংগ্রহ করেছে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ সয্যা হাসপাতালের দুজন চিকিৎসক।
গতকাল রাতে জালাল আহম্মেদের স্ত্রী আমেনা বেগম ও তার মেঝো ছেলে রিফাতের নমুনা পজিটিভ আসে এবং আজ শুক্রবার সকালে জালাল আহম্মেদ ও তার বড় ছেলে তনময় ইসলাম হৃদয়ের নমুনা পজিটিভ বলে নিশ্চিত হয়েছে। এই ৪ জনের মধ্যে জালাল আহম্মেদের অবস্থার অবনতি হওয়ায় তাকে আজ দুপুর ১টার সময় কাঁচপুর সাজেদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।