মেয়র আইভীর মৃত্যুর গুজব, আইভী বললেন-সুস্থ আছি

 নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পরে প্রেসবাংলাকে তিনি বলেছেন, আমি সুস্থ আছি। এবং নারায়ণগঞ্জের বাড়িতেই আছি।

রোববার (৫ এপ্রিল) বিকালে বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি স্ক্রল থেকে আইভী মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। অনেকেই টিভি স্ক্রলের বিষয়টি না বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাটাস দিতে শুরু করে। মিনিটেই বিষয়টি ভাইরাল হয়ে পরে। বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সাথে যোগাযোগ করা হলে তিনি গুজবটি শুনেছেন বলে জানান।  তিনি সম্পূর্ণ সুস্থ আছেন উল্লেখ করে নারায়ণগঞ্জবাসী বিভ্রান্ত না হতে অনুরোধ করেন।

তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় পুরো দেশ যেখানে একসাথে যুদ্ধ করছে। ঠিক এই মুহূর্তে কে বা কারা নানা গুজব ছড়াচ্ছে। যা মোটেও কাম্য নয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com