নারায়ণগঞ্জে ত্রাণের দাবিতে সেনাবাহিনীর গাড়ি আটকে দিল জনতা
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম : নারায়ণগঞ্জে ত্রাণের দাবিতে সেনাবাহিনীর একটি গাড়ি আটকে দিয়েছে নিম্ন আয়ের কয়েকশ নারী পুরুষ।
রোববার (৫ এপ্রিল) দুপুরে নগরীর চাষাড়া রাইফেল ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নগরীর চানমারী বস্তি ও আশপাশ এলাকার কয়েক শ’ নারী-পুরুষ চাষাড়া রাইফেল ক্লাব এলাকায় অবস্থান নেয়। এসময় কর্তব্যরত পুলিশ সদস্যদের সামনেই ত্রাণের দাবিতে নানা রকম স্লোগান দিতে থাকে। সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেয়।
কয়েকজন নারী জানায়, কয়েক দিন ধরে তাদের ঘরে চাল-ডাল নেই। করোনা পরিস্থিতির কারণে তারা কাজেও যেতে পারছে না। ফলে দুদিন ধরে না খেয়ে দিন পার করছে। ঘরে থাকা সন্তানের মুখেও খাবার তুলে দিতে পারছেন না। বাধ্য হয়েই তারা রাস্তায় নেমে পড়েছেন। বিক্ষোভের সময় সেনাবাহিনীর একটি গাড়ি এলে তা আটকে দেয় বিক্ষুব্ধরা। একপর্যায়ে নারী-পুরুষ ও শিশুরা গাড়ির সামনেই রাস্তায় শুয়ে পড়েন