কাশীপুরে করোনায় বৃদ্ধের মৃত্যু

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফতুল্লার কাশীপুরে আবু সাইদ মাতবর (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বাংলাবাজারের আমবাগান এলাকার আম্মাজান মঞ্জিলের বাসিন্দা ও মৃত আলি হোসেন চেয়ারম্যানের ছেলে।

 

শনিবার (৪ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তিনি মারা যান।

 

এর আগে গত ১ এপ্রিল তিনি নিজ বাড়িতে শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা অনুভব করেন। তারপর ৩ এপ্রিল তিনি বেশি অসুস্থ হয়ে পরলে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয় । ঢাকা মেডিক্যাল কলেজের চিকিৎসকগণ তাকে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে রেফার্ড করেন। পরের দিন ৪ এপ্রিল সকাল ৯ টায় তিনি সেখানে মৃত্যু বরণ করেন।

 

মৃতের ছেলে মেহেদী হাসান রবিন বলেন,  বাবার শ্বাসকষ্ট ও কাশি ছিল । তাকে সেখান থেকে বার্ডেম হাসপাতালে নিয়ে গেলে তারা তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ৷ পরে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাবার কথা বলে ৷ শুক্রবার সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করানো হয় ৷ শনিবার সকাল ৯টায় বাবা মারা যান ৷ পরে আইইডিসিআর থেকে লোকজন এসে পরীক্ষা করে করোনার কথা জানান ৷

 

মেহেদী হাসান জানান, তার বাবার ডেথ সার্টিফিকেটেও করোনায় মৃত্যুর কথা উল্লেখ রয়েছে ৷ লাশ আইইডিসিআরের লোকজনের তত্ত্বাবধানে ঢাকার খিলগাওয়ে দাফন করা হয়েছে ৷

 

 

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, আইইডিসিআর থেকে এ বিষয়ে এখনও কোনো তথ্য জানানো হয়নি ৷ তবে মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন ৷

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com