নাসিক ২নং ওয়ার্ড যুব সমাজের খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মহামারী করোনা ভাইরাসের কারণে ৪০০ দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ড যুব সমাজের  উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়। ২নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে প্রত্যেকটি হতদরিদ্র পরিবারকে ৫ কেজি চাল,  ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আটা, ১ কেজি পেয়াজ ও ২ কেজি আলু দেয়া হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি হাসান মার্কেট এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়ার আয়েজন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী নবীর হোসেন, আমজাদ হোসেন, লিটন, কবির, আতাউর রহমান, রাকিব হাসান, মুন্না ও মাইন প্রমুখ।

 

অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া বলেন, করোনা ভাইরাসের কারণে আমাদের দেশে ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করায় গণপরিবহন বন্ধ এবং সকল মানুষকে যার যার বাড়ি-ঘরে অবস্থান নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ফলে আমাদের এলাকার হতদরিদ্র মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। তাই যুব সমাজের উদ্যোগে হতদরিদ্র প্রায় ৪০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যেন কিছুদিন তাদের চলতে সমস্যা না হয়।

 

তিনি বলেন, আমি আশা করবো সবাই সবার জায়গা থেকে আমরা এ সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবো।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com