আড়াইহাজারে অটো চালকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোজ হওয়া অটো চালক জামান মিয়া(৪৫) এর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, ৩১ মার্চ মঙ্গলবার সকাল ১০টার সময় আড়াইহাজার-মদনপুর সড়কের উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকার সড়কের পূর্ব দিক থেকে নিহত জামান মিয়ার লাশ উদ্ধার করা হয়। নিহত জামান মিয়া উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী সিটি মার্কেট এলাকার সফিউদ্দিনের ছেলে।
নিহতের ভাই জাকির হোসেন জানান, তার ভাই একজন অটো চালক। গত ২৯ মার্চ রবিবার জামান মিয়া সারাদিন অটো চালায়। ঐ দিন শেষে রাতে সে আর বাড়িতে ফিরে আসেনি। সে বাড়িতে ফিরে না আসায় তার পরিবার রাতে ও পরের দিন তাকে বিভিন্ন এলাকায় ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোজাখুজি করেও না পাইয়া ৩০ মার্চ সোমবার ভাই জাকির হোসেন আড়াইহাজার থানায় একটি সাধারন ডাইরী করেন।
মঙ্গলবার সকালে মারুয়াদী এলাকার চলাচলকারী লোকজন সড়কের পাশে মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়.নিহতের মাথা ও দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং তার দুই চক্ষু উৎপাটিত ছিল। নিহতের দুই পা গামছা দিয়ে বাধা ছিল এবং দুই হাত,গলা ও মুখ কষ্টটেপ দিয়ে শক্ত করে আটকানো ছিল। নিহতের স্ত্রি মার্জিয়া আক্তার জানান, আমার কোন শত্রু নাই,তার পরও আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হল। নিহত জামান মিয়ার সুমন(১৭) নামে এক ছেলে ও সনিয়া(২৩) নামে এক কন্যা সন্তান রয়েছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং হত্যার সাথে জড়িতদের খুব দ্রুতই গ্রেফতার করা হবে।