আড়াইহাজারে বন্ধু মহল’র খাদ্য সামগ্রী বিতরণ

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে ঘরে থাকা হত দরিদ্র অসহায় মানুষের পাশে দাড়াতে আড়াইহাজার বন্ধু মহল দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
২৯ মার্চ রবিবার সন্ধ্যা হতে এ খাদ্য বিতরণ শুরু করা হয়। ঐ দিন আড়াইহাজার, ঝাউগড়া, ছোটবাড়ৈপাড়া ও ভঙ্গুরা এলাকায় অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়।
বন্ধু মহলের আতিক ইবনে আহমেদ নিপু, খোকন মিত্র, হারাধন চন্দ্র দে, রাশেদুল হাসান তুহিন, জাকির হোসেন, খোকন চক্রবর্তী, শহিদুল্লাহ, আব্দুল আল ফারুক সহ বন্ধু মহলের সদস্যরা সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কয়েকশ অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী দিয়ে আসা হয় এবং তাদেরকে সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী বারবার সাবান দিয়ে হাত ধোয়া, জর¡, সর্দি হলে নাক মুখ পরিস্কার রুমাল বা টিসু কাগজ দিয়ে ঢেকে হাঁচি কাশি দেওয়া ও লোক সমাগম এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়।