ভালো থেকো তোমরা, ইতি তোমাদের ম্যাম

ড. জেবউননেছা, প্রেসবাংলা২৪ডটকম: 

 

শিক্ষার্থীদের কাছে খোলা চিঠি

 

প্রিয় শিক্ষার্থী আজ যখন লিখছি তোমাদের কাছে, তখন আমার চিরচেনা বিশ্ব তখন নিছক অচেনা। আমার জন্মভূমি ‘বাংলাদেশ’ আজ অচেনা। ক্ষুদ্র একটি ভাইরাস আজ আমাদের জীবনকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। আমাদের একে অপরের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে।এখন নিজের হাতকে মনে হয়, সে আমার কেউনা।

 

প্রিয় শিক্ষার্থী এই বাংলাদেশ এই বিশ্ব আজ থমকে দাড়িয়েছে, ভুলে গিয়েছে ভেদাভেদ,জাত,ধর্ম। এক কাতারে দাঁড়িয়েছে। এই করোনা ভাইরাস আজ আমাদের শিক্ষা দিয়ে গেল যে, আমরা আসলেই ক্ষমতাহীন এবং ভীষণ অসহায়।একমাত্র সৃষ্টিকর্তা উনি আমাদের যেভাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেভাবেই আমরা ফিরে যাব। প্রিয় শিক্ষার্থী আমাদের ভুলে আজ বিশ্বের পরিবেশ বিপন্ন।আমরা বন উজাড় করেছি, যত্রতত্র ভবন করেছি, পরিবেশের কথা ভাবিনি।দেখেছ আজ দলে দলে পাখিরা আকাশে উড়ছে, হাস সাঁতার কাটছে, সাগরে ডলফিন ভাসছে। আমরা ভুলে গিয়েছিলাম পরিবেশের প্রাণ আছে।আমরা নিজেদের নিয়ে ব্যস্ত হতে গিয়ে পরিবেশের আকুতির দিকে তাকাইনি।তাই আজ প্রকৃতি দেখো মুক্ত, আর আমরা অবরুদ্ধ।

 

প্রিয় শিক্ষার্থী তোমরা ভীষণ ভাগ্যবান এই কারণে যে, তোমরা প্রকৃতি থেকে শিখতে পারলে। যেটি পরবর্তী জীবনে কাজে লাগবে।আর আমরা ভীষণ দুর্ভাগা, যখন আমাদের জীবন শেষের পথে, তখন জানলাম।যখন আর সময় নেই। প্রিয় শিক্ষার্থী শ্রেনীকক্ষে সব সময় বলতাম, যুগের শ্রোতে গা ভাসিয়ে দিওনা।সংগদোষে লোহা ভাসিওনা। দেখেছ, কথাগুলো মিলে যাচ্ছে। আমরা প্রযুক্তির দাস হতে গিয়ে প্রযুক্তিকে কি শাসন করব, প্রযুক্তি আমাদের শাসন করছে,যার ফলাফল আজকের এই থমকে যাওয়া পৃথিবী। কিছুই তো পুঁজি দেখছিনা। নিজের সম্বলে থাকা সম্পদ, অর্থ বিত্ত সব আজ অর্থহীন মনে হয়। যতটুকু পুঁজি ছিল নামাজ, কোরান, দরুদ, কালাম এগুলোই এখন মূল্যবান। একমাত্র এগুলোই যাবে আমাদের সাথে।হ্যা বেচে থাকার জন্য সম্পদ, অর্থ প্রয়োজন, কিন্ত তা যেন হালালভাবে অর্জিত হয়।

 

প্রিয় শিক্ষার্থী, নিজের জীবনকে পরিশীলিতভাবে পরিচালনা করার জন্য সৎ জীবনের বিকল্প নেই।প্রতিজ্ঞা করো,এই করোনা বিশ্বকে পরিত্রান দিলে আমরা আমাদের জীবনকে খরচ করবনা,সৎ পথে ব্যয় করব।দেখলে তো,করোনা শিখাল,ধুমপান তার শত্রু। অপিরচ্ছন্নতা তার শত্রু। প্রিয় শিক্ষার্থী করোনাকে শত্রু না ভেবে তাকে বন্ধু ভাবো। সে বন্ধু হিসেবে আমাদের পথ দেখিয়ে গেল, যে বেচে থাকার জন্য জীবন নয়, জীবনের জন্য বেচে থাকা।খেয়াল করেছ,আজ বার,নাইট ক্লাব,হানাহানি, যুদ্ধ সব বন্ধ, বন্ধ হয়ে গিয়েছে আত্মম্ভরিতা? আজ সবাই নতজানু একমাত্র সৃষ্টিকর্তার কাছে।জীবনের সঠিক দিক নির্দেশনাগুলো মনীষীবৃন্দ আগেই দিয়ে গিয়েছিলেন। আমরা তা ভুলে গিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী নশ্বর এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। আর যদি স্থায়ী না হয়,তাহলে দম্ভ,গীবত,চোখলখুরী এগুলো কুপ্রবৃত্তির দ্বারা প্ররোচিত না হয়ে সত্য সুন্দরের পথে চলার জন্য একযোগে কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থী আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমাদের মুখগুলো দেখার জন্য। তোমরা আর কয়টা দিন ঘরে থাকো, পরিস্কার পরিচ্ছন্ন থাকো। সৃষ্টিকর্তাকে ডাকো। বাবা মাকে সময় দাও, ভাই বোনকে সময় দাও, বাগান করো, ব্যায়াম করো, পড়ালেখা করো, বই পড়ো। দেখবে অলস সময় কেটে যাবে।

 

প্রিয় শিক্ষার্থী আমরা সবাই কয়টা দিন ধৈর্য ধরে অপেক্ষা করি। আবার বেড়াতে যাব পাহাড়ে, সাগরে তোমাদের নিয়ে। তোমরা ফড়িং এর মতো ঘুরে বেড়াবে। সুন্দর একটি পৃথিবী অপেক্ষা করছে তোমাদের জন্য। দরকার শুধু ধৈর্য। প্রিয় শিক্ষার্থী স্বীকার করছি তোমাদের বকা দেই, অকপটে কতটা ভালবাসি তা দেখা যায়না স্পর্শ করা।আজ এই খোলা চিঠি লিখতে বসে মনে হচ্ছে আমার শিক্ষার্থী ছাড়া আমি অর্থহীন একজন মানুষ। আমার শিক্ষার্থীদের আমি কবে দেখব? কবে ফিরব শ্রেণিকক্ষে? কবে বকা দিব? কবে স্নেহ করব। তোমরা আমার প্রান। এই অবরুদ্ধ জীবনে একটাই উপলব্ধি, বেচে থাকতে কিছু অনুষঙ্গের প্রয়োজন। আমার জীবনে তোমরা অপরিহার্য অঙ্গ। শিক্ষক বেচে থাকে শিক্ষার্থীদের ভালবাসা, শ্রদ্ধা নিয়ে।

 

প্রিয় শিক্ষার্থী আমার ইচ্ছে আমার শেষ বিদায়ে আমার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থাকবে।আমি দূর থেকে দেখব। কিন্ত এই প্রানঘাতি করোনা আমার সেই স্বপ্ন পূরণ করতে দিবে কিনা জানিনা।আমাদের সবার গন্তব্য এখন অনিশ্চিত। আমরা জানিনা,আমাদের জীবন কোনপথে যাচ্ছে। তবে তোমাদের বলছি তোমরা কিন্ত ধৈর্য হারাবেনা। যদি করোনা ভাইরাসের কাছে পরাজিত হই, যদি আর দেখা না হয় শ্রেনীকক্ষে, তাহলে আমার দেয়া বকা শাসন মনে রেখোনা। প্রিয় শিক্ষার্থী, শ্রেণিকক্ষের সবসময় বলে এসেছি,কালকের কাজ আজকে করো, আজকের কাজটি পারলে এখনি করো।কোন অন্যায়ের কাছে মাথা নত করবেনা।নীতি বিসর্জন দিবেনা। জীবনের সততার যে মূল্য রয়েছে,সেই সততাকে সম্মান করবে। প্রয়োজনে না খেয়ে থাকবে,কিন্ত অসৎ পথে উপার্জন করবেন।বেচে থাকলে সিংহের মতো বাচবে। একে অপরকে সম্মান করবে,তাহলেই দেখবে সবকিছু সুন্দর।

 

প্রিয় শিক্ষার্থী আশায় বাঁচে মানুষ, সে আশা বুকে নিয়ে আমরা আবার ফিরব শ্রেণিকক্ষে। এই করোনার দেয়া অবরুদ্ধ জীবন থেকে শিক্ষাগ্রহন করে সামনের দিকে নিজের জীবনকে পরিচালিত করবে, এই প্রার্থনা। তোমাদের দিকে তাকিয়ে আছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ফিরতে হবেই একসাথে দলবেধে। কয়টা দিন নিজেকে সংযত রাখো, তাহলে অগণিত সুন্দর দিন পাবে। ভাল থেকো তোমরা।

 

ইতি তোমাদের ম্যাম

ড. জেবউননেছা

সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান

লোকপ্রশাসন বিভাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com