বন্দরে তুলা ফ্যাক্টরীতে আগুন

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের বন্দরের একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তুলা ফ্যাক্টরিটি বন্ধ ছিল।

রোববার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে বন্দরের লক্ষণ খোলা এলাকার একটি তুলা ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক পৌনে ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে, স্থানীয় কোন কিশোররা ফ্যাক্টরীর পাশে ফেলে রাখা ময়লাতে আগুন জালানোর সময়  তুলা ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের প্রায় ২৫ মিনিট পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এবং প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার এন্ড সিভিল ডিফেন্স এর সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান,  “খবর পেয়ে আমরা আড়াইটায় সোনগাঁসহ মোট ৩টি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে কি কারনে এবং কত টাকার ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে করে বলা যাবে এর কারণ।”

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com