দৈনিক সংবাদচর্চা’র পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুন্না খানের নির্দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু রোড ও সংবাদচর্চার জেলা অফিসের সামনে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে মুন্না খাঁন জানান, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই ভালো। সুতরাং আমাদের পূর্বের ন্যায় আরও বেশি সচেতন হতে হবে। এখনও পর্যন্ত যেহুতু করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে কোন কিছু তেমনভাবে আবিষ্কার হয়নি সেহুতু প্রতিরোধই এখন একমাত্র সম্বল। তাই অপ্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না। এক সাথে একাধিক মানুষ চলাফেরা করবেন না। আর বাইরে যদি বের হতেই হয় সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করুন এবং জনসমাগম এড়িয়ে চলুন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদচর্চা’র বিশেষ প্রতিবেদক বিল্লাল আহমেদ, বিশেষ প্রতিবেদক সৈয়দ মো. রিফাত, শহর প্রতিনিধি সাইফুল সুমন, শহর প্রতিনিধি রেদওয়ান আরিফ ও চিত্রগ্রাহক নূর ইসলাম।