কোন পরিবার না খেয়ে থাকলে আমাদের জানাবেন: ডিসি

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম : করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় বেতনের কিছু অংশ হতদরিদ্রদের মাঝে দান করছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

 

রোববার (২৯ মার্চ) দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরীতে ত্রাণ সামগ্রী বিতরণের পর এ কথা জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

 

ডিসি বলেন ‘আমরা অফিসাররা আমাদের ভাতা জমা করার চেষ্টা করছি। বেতনের একটি অংশ দুস্থ-অসহায়, দিনমুজুর এবং খেটে খাওয়া মানুষের কাছে পৌছে দিবো। যদি কেউ কোথাও খবর পান করোনায় সৃষ্ট দুর্যোগের কারণে কোন পরিবার না খেয়ে আছে তাহলে আমাদের ফোন দিয়ে জানাবেন। আমরাই তাদের কাছে পৌছে যাবো।’

 

এ সময় জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন দুস্থ-অসহায়, দিনমুজুর এবং খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে বৃত্তবানদের আহ্বান জানিয়েছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com