“করোনা বলে কিছু নেই” লিফলেট বিলির সময় আটক ৬
ঢাকা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: “করোনা বলে কিছু নেই, করোনা কোনও ছোঁয়াচে রোগ নয়, এতে কিছু হবে না; যা হবে কাফেরদের”-এমন লেখা সম্বলিত লিফলেট বিতরণের সময় রাজধানীতে ৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার ( ২৮ মার্চ) বিকালে রাজধানীর রমনা ও শাহবাগ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
ওসি বলেন, “করোনাভাইরাস নিয়ে মিথ্যা তথ্যযুক্ত লিফলেট বিলি করার সময় এক বৃদ্ধকে আটক করা হয়। তার কাছ থেকে এমন কয়েকশ’ লিফলেট উদ্ধার করা হয়েছে। এতে একটি যোগাযোগের ঠিকানা দেয়া হয়েছে। আমরা সেখানে গিয়ে তদন্ত করে দেখছি।”
মিথ্যা প্রচারণা চালানোর জন্য একটি ছোট পিক-আপ ভ্যানও আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ওসি আবুল হাসান আরো বলেন, ৩২টি এলাকায় এই লিফলেট বিতরণের জন্য ৩২টি গাড়ির ব্যবস্থা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন।
এদিকে রমনা থানা পুলিশও একই লিফলেট প্রচারের সময় পাঁচ জনকে আটক করেছে। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।