নারায়ণগঞ্জে সেফটিক ট্যাংকি বিস্ফোরণে শিশু নিহত, আহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর বাবুরাইলে একটি বহুতল ভবনের সেফটিক ট্যাংকি বিস্ফোরণে আহমদ হোসেন নামের সাত মাসের এক শিশু মারা গেছে। এ ঘটনায় শিশুটির পিতা তোফাজ্জল হোসেন (৪০), মা ফেরদৌসী বেগম (৩০) ও ভাই মোহাম্মদ হোসেন (৯) গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ফেরদৌসী বেগম ও মোহাম্মদ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) ভোরে বাবুরাইল বটতলা এলাকায় হাজী আজিজুল হকের চারতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। আহত তোফাজ্জল হোসেন আজিজুল হকের পুত্র। তিনি ইটবালুর ব্যবসা করেন।
তোফাজ্জল হোসেনের পরিবার সূত্র জানায়, ভোরে বিকট শব্দে সেফটিক ট্যাংকি বিস্ফোরিত হয়। এতে রুমের দেয়াল ধসে ঘুমন্ত পরিবারের সদস্যের উপর পড়ে। এসময় ঘরের আসবাবপত্রও ভেঙে যায়। প্রথমে এটাকে ভূমিকম্প ভেবে সবাই আতংকিত হয়ে ভবন থেকে নেমে পরে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। কিন্তু পথিমধ্যে শিশু আহমদ মারা যায়। ফেরদৌসী বেগম ও মোহাম্মদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। স্থানীয়ভাবে ওই বাড়িটি পোড়া হাজীর বাড়ি নামে পরিচিত। কয়েক বছর আগে আগুনে এ বাড়িটি পুড়ে ছাঁই হয়ে যায়। এরপর থেকে স্থানীয়রা বাড়িটিকে ওই নামে ডাকে।