বিয়ের প্রলোভনে ধর্ষণ: যুবক গ্রেফতার

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সোনারগাঁয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবককের নাম অজয় চন্দ্র দাস (২৫)।

বুধবার (২৫ মার্চ) রাতে জামপুর ইউনিয়নের মরিষটেক এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয় । অজয় চন্দ্র দাস জামপুর ইউনিয়নের মরিষটেক এলাকার নেপাল চন্দ্র দাসের ছেলে ।

পুলিশ সূত্রে জানাযায় , ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাসিন্দা। জামপুর ইউনিয়নে মরিষটেক এলাকায় র্দীঘদিন ভাড়া বাসা নিয়ে বসবাস করে বিআর স্পিনিং মিলস লিমিটেড নামের এক শিল্প কারখানার একজন শ্রমিক হিসেবে কাজ করেন। সে সুবাদে ধর্ষক অজয় চন্দ্র দাসের সঙ্গে গামের্ন্টস কর্মীর পরিচয় হয়।

পুলিশ জানায়, উভয়ের মধ্যে প্রেমের সর্ম্পক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে গত এক বছর ধরে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষন করে ওই যুবক অজয়। পরে অজয় চন্দ্র দাসকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করবে না বলে অস্বীকৃতি জানায়। এঘটনায় বুধবার রাতে গামের্ন্টস কর্মী ধর্ষণের অভিযোগে অজয় চন্দ্র দাসকে আসামি করে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

পরে মারিষটেক এলাকায় অভিযান চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে পুলিশ। ওই গামের্ন্টস কর্মীকে ডাক্তারী পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে ।

সোনারগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অজয় চন্দ্র দাস (২৫) কে গত রাতে গ্রেপ্তার করা হয়ছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ গ্রেপ্তারকৃত যুবককে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।”

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com