জেলা পুলিশের করোনা প্রতিরোধে প্রচারণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন ও পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম।
২৬মার্চ (বৃহস্পতিবার) বিকেলে শহরের চাষাড়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ প্রচারণা চালান ।
শহরের চাষাড়া মোড় হতে ২নং রেলগেইট হয়ে মেট্রো হল মোড় দিয়ে আবার চাষাড়া গিয়ে প্রচারণা শেষ করেন তারা । এরপর সবাইকে ভিন্ন ভিন্ন স্থানে প্রচারণার দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
এ সময় জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন বলেন, জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হবে না। প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।
প্রচারণায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো.জায়েদুল আলম, জেলা গোয়েন্দা সংস্থার পুলিশসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।”