রিপোর্ট প্রত্যাখান আলমগীর কুমকুমের, আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা
সিলেট প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখান করেছেন মামা চিত্রপরিচালক আলমগীর কুমকুম।
তিনি বলেছেন, যতদিন বেঁচে থাকবো সালমান ভক্তদের নিয়ে আন্দোলন করে যাব। প্রয়োজনে উচ্চ আদালতেও যাব।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকর্মীদের দেয়া এক প্রতিক্রিয়ায় আলমগীর কুমকুম এ ঘোষণা দেন।
তিনি বলেন, পিবিআইর তদন্তে আলামত বিশ্লেষণ না করা, রাজস্বাক্ষীর সাথে কথা না বলাসহ তদন্তকাজ নিয়ে প্রশ্ন তোলেন।
আলমগীর কুমকুম বলেন, পৃথিবীতে একমাত্র সালমান শাহ যে তারকা, তার জন্য ৪৬ ভক্ত আত্মাহুতি দিয়েছেন। এর বিচারও হওয়া দরকার।
তিনি বলেন, স্ত্রী সামিরাকে সালমান ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নেওয়ায় একরাতে তাকে সরিয়ে দেওয়া হয়।