সিঁদুর পড়িয়ে ‘বিয়ে’ ৪ বছর পর ধর্ষণ মামলা!
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মন্দিরে সিঁদুর পড়িয়ে বিয়ের নাম করে চার বছর ধরে গোপনে সংসার করছেন বন্দরের সজীব আহমেদ (২৮) নামের এক যুবক। বার বার বিয়ের নিবন্ধন করতে বললেও নানা টালবাহানায় এড়িয়ে গেছেন সজীব।
অবশেষে কথিত ওই বিয়ের ৪ বছর পরে ধর্ষণের অভিযোগে সোমবার (৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন হিন্দুধর্মাবল্মী ওই নারী।
অভিযুক্ত সজীব বন্দর রেললাইন কলাবাগান এলাকার রহমতউল্লার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, সজীব নামে যুবকের সাথে সনাতন ধর্মের ওই নারীর প্রেমের সম্পর্ক হয় ৭ বছর আগে। চার বছর পূর্বে শহরের একটি মন্দিরে সিঁদুর পড়িয়ে ধর্মমতে বিয়ে করেন সজীব৷ তবে বিবাহ নিবন্ধন করেনি তারা৷ বিবাহ নিবন্ধন করতে বললেও আজ কাল বলে কালক্ষেপন করে সজীব৷ এদিকে বিবাহ নিবন্ধন ছাড়াই চার বছর শারীরিক সম্পর্ক করেন তারা৷ গত ২ ডিসেম্বর রাতে মামলার বাদীর সাথে শারীরিক সম্পর্ক করার সময় বিবাহের নিবন্ধন করার কথা বললে সজীব অকথ্য ভাষায় গালমন্দ করে চলে যায়। তখন থেকেই যোগাযোগ বন্ধ রাখে৷ এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন৷
এ বিষয়ে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, মামলা হওয়ার পর থেকে আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।