অবশেষে আদালতে শিশু জিহাদ হত্যা মামলা দায়ের

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: থানায় বার বার ধর্ণা দিয়েও মামলা না নেয়ায় অবশেষে আদালতে হত্যা মামলা করেছেন সিদ্ধিরগঞ্জের নিহত শিশু জিদান হাসান তন্ময় এর পরিবার।

 

রোববার (৫ জানুয়ারি) নিহত জিদান হাসানের মা হোসনে আরা বেগম বাদী হয়ে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক-অঞ্চল) ফাহমিদা আক্তারের আদালতে ওই হত্যা মামলা দায়ের করেন।

 

এর আগে এ ঘটনায় সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার হওয়া তিন কিশোরের জামিন আবেদন না-মঞ্জুর করে তাদের কিশোর শোধনাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

 

আসামীরা হলো-সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়ী এলাকার মো. শাহীন মিয়ার ছেলে মো. সাব্বির হোসেন (১৬), পাইনাদী মিজমিজি এলাকার জহুরুল ইসলামরে ছেলে মো. ইয়াছিন (১৬), চৌধুরী বাড়ী বন্ধু সিনেমা হল বাসিন্দা মজিবুর রহমানের ছেলে রাহাত হোসেন (১৫)।

 

এর আগে নিহত শিশু জিদান হাসান তন্ময় এর মা থানায় হত্যা মামলা দায়েরের চেষ্টা করে ব্যর্থ হন। তার অভিযোগ, পুলিশ আসামীদের দ্বারা প্রভাবিত হয়ে মামলা নেয়নি। পরে তিনি নারায়ণগঞ্জের নব নিযুক্ত পুলিশ সুপাররের কাছে একটি অভিযোগ দেন।

 

নিহতের মা হোসনে আরা বেগম অভিযোগ করে বলেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আমার ছেলে হত্যা মামলা নিতে আগ্রহী ছিলো না বিধায় আদালতের শরনাপন্ন হলাম। আমার এক মাত্র ছেলেকে পরিকল্পিতিভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

 

বাদীপক্ষের আইনজীবী এড. শরীফ হোসেন জানান, আমরা ন্যায় বিচারের স্বার্থে খুব শিগগির শিশু জিদান হাসান তন্ময়ের ময়নাতদন্তের রিপোর্ট দিবে পুলিশ। কারণ এই প্রতিবেদনের উপরই ন্যায় বিচার নির্ভর করছে। আমরা আশাবাদী ন্যায় বিচার পাব।

 

উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর দুপুরে জিদান হোসেন তন্ময়কে তার বন্ধু রতন ডেকে নিয়ে যায়। এরপর পরে রাতে আর বাসায় ফিরেনি তম্ময়। পরদিন শুক্রবার সকালে রতনসহ আরো দুইবন্ধু তম্ময়ের লাশ নিয়ে তার বাবার কাছে বুঝিয়ে দিয়ে বলে বিদুৎপৃষ্ট হয়ে মারা গছে। পরে বিষয়টি পরিবারের সন্দেহ হলে পুলিশকে জানায়। পুলিশ সন্দিগ্ধ আসামী হিসেবে ওই তিনজনকে গ্রেফতার করে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com