পরকীয়ার কারনে ইমামের পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

 

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়ায় বাঁধা দিয়ে ব্যর্থ হয়ে ক্ষুব্ধ স্ত্রী ধারালো ব্লেড দিয়ে ইমাম আমজাদ হোসেনের পুরুষাঙ্গ কর্তন করে পালিয়ে যায়।

সোমবার (৪ নভেম্বর)  ভোররাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,ইমাম আমজাদ হোসেন স্থানীয় এক নারীর সাথে অবৈধ সম্পর্কের ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী সনিয়া আক্তারের সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার রাতেও স্বামী –স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

সোমবার ভোররাতে স্ত্রী ছনিয়া আক্তার ধারালো ব্লেড দিয়ে স্বামী আমজাদ হোসেনের পুরুষাঙ্গ কর্তন করে পালিয়ে যায়। ঐ সময় ইমাম আমজাদ হোসেনের চিৎকারে বাড়ি ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার আরো অবনতি ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জাহাঙ্গীর আলম জানান,আমজাদ হোসেনের পুরুষাঙ্গটি গোড়া থেকে প্রায় এক ইঞ্চি গভীরতায় কাটা হয়েছে।

ইমাম আমজাদ হোসেন আড়াইহাজার বাজারের পিংকী সুপার মার্কেটের মসজিদের পেশ ইমাম হিসেবে কর্মরত। সে নৈকাহন গ্রামের আঃ রউফ মিয়ার ছেলে বলে জানাগেছে।

স্ত্রী সনিয়া আক্তারের ভাই কাউসার তার বোনের উদৃতি দিয়ে জানান, তার দুলাভাই আমজাদ হোসেন আড়াইহাজার বাজারে পিংকী সুপার মার্কেটের এক দর্জির দোকানের নারী কর্মচারীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। তাদের দুজনকে বাসায় অনৈতিক অবস্থায় দেখার পর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে ইমাম আমজাদ হোসেন তার বোন সোনিয়া আক্তারের উপর শারিরীক নির্যাতন চালাতো বলে জানান।

তাদের সংসারে দ্বীন ইয়ামিন (৮),ফারিয়া আক্তার (৬) ও বায়েজিদ (৩) নামে ২ ছেলে ও ১ কন্যা সন্তান রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com