শিক্ষানুরাগী সম্মাননা পেলেন উজ্জ্বল

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: শিক্ষানুরাগী হিসেবে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পেলেন আহাম্মদ আলী রেজা উজ্জল।

আহাম্মদ আলী রেজা উজ্জ্বল প্লে-পেন ইন্টারন্যাশনাল নামের একটি স্কুলের প্রতিষ্ঠাতা। তিনি মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক। প্রয়াত পৌরপিতা আলী আহাম্মদ চুনকার বড় ছেলে ও আলোচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই।

 

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত আটটায় জাতীয় সংসদ ভবনে পার্লামেন্ট মেম্বারস্ ক্লাবে অনলাইন পত্রিকা নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী আহাম্মদ আলী রেজা উজ্জলের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

 

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রনালয় প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, সাবেক প্রধান তথ্য অফিসার ও প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী। এসময় নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম এর চেয়ারম্যান মোঃ ইব্রাহীম খলিল উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে আলোচনা গুনীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

 

সম্মাননা পাওয়ায় আহাম্মদ আলী রেজা উজ্জল জানিয়েছেন, কোন কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পাওয়া বড় কথা নয়। সমাজে মানুষের কল্যানে নিয়োজিত হলে যে আত্মতৃপ্তি পাওয়া যায় এটাই মানবতা, প্রতিটি ধর্মই মানুষের কল্যানে কাজ করার নির্দেশ দিয়েছে। আমার পিতা আলী আহাম্মদ চুনকা সারা জীবন মানুষের সেবা করে গেছেন আমিও পিতার মত সারা জীবন মানুষের সেবা করে যেতে চাই।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com