বন্দরে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করলেন ইউএনও

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’-শ্লোগান নিয়ে আবারও বন্দরে ১০ টাকা কেজি দরে দু:স্থদের মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে।

 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বন্দর বাগবাড়ি এলাকায় এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার।

 

বন্দর ইউনিয়নের ৯ নং ওর্য়াড যুবলীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন-বন্দর উপজেলা খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ গোলাম কিবরিয়া, অফিস সহকারী জুলেখা আক্তার সাথী, হাবিবুর রহমান মৃধা, আহম্মেদ আলী বেপারী, শওকত মৃধা, মোঃ শাওন, রাজা মিয়া, তোবারক মিয়া, মোঃ আব্দুল, দ্বিন ইসলামসহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।

 

১০ টাকা দরে ৩০ কেজি করে ৪শ’ লোকের মাঝে চাল বিতরণ করা হয়। সকাল হতে বিকাল ৫ টা পর্যন্ত চাল বিতরণ করা হয়। আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এ চাল বিতরণ করা হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com